ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজ থেকে ফ্রিজ ক্রয় করে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন মেহেরপুরের গাংনীর রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কলেজছাত্র রাশেদ। গত ২৭ অক্টোবর ডাবল মিলিয়ন অফার চলাকালীন ফ্রিজ কিনে এই পুরস্কার লাভ করেন তিনি। গতকাল সোমবার বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তার হাতে চেক তুলে দেন। রাশেদ গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং কৃষক রফিকুল ইসলামের ছেলে।
গাংনীর ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজের মালিক মাহবুবুল বারী সাজু জানান, রাশেদ ‘এইচ ফাইভ’ মডেলের একটি ফ্রিজ কিনে ডাবল মিলিয়ন অফারে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ওয়ালটনের কর্মকর্তারা তাকে পুরস্কারের চেক তুলে দেন। তিনি আরও জানান, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন। এই অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে, তবে কর্তৃপক্ষ চাইলে সময়সীমা বাড়াতে পারে।
পুরস্কার বিজয়ী রাশেদ জানান, তিনি ২০ লাখ টাকা দিয়ে পড়াশুনার পাশাপাশি জমি কিনে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। পুরস্কার বিতরণ উপলক্ষে এর আগে গাংনী বাজারের ওয়ালটন শোরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র

আপলোড টাইম : ০২:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজ থেকে ফ্রিজ ক্রয় করে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন মেহেরপুরের গাংনীর রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কলেজছাত্র রাশেদ। গত ২৭ অক্টোবর ডাবল মিলিয়ন অফার চলাকালীন ফ্রিজ কিনে এই পুরস্কার লাভ করেন তিনি। গতকাল সোমবার বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তার হাতে চেক তুলে দেন। রাশেদ গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং কৃষক রফিকুল ইসলামের ছেলে।
গাংনীর ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজের মালিক মাহবুবুল বারী সাজু জানান, রাশেদ ‘এইচ ফাইভ’ মডেলের একটি ফ্রিজ কিনে ডাবল মিলিয়ন অফারে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ওয়ালটনের কর্মকর্তারা তাকে পুরস্কারের চেক তুলে দেন। তিনি আরও জানান, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন। এই অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে, তবে কর্তৃপক্ষ চাইলে সময়সীমা বাড়াতে পারে।
পুরস্কার বিজয়ী রাশেদ জানান, তিনি ২০ লাখ টাকা দিয়ে পড়াশুনার পাশাপাশি জমি কিনে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। পুরস্কার বিতরণ উপলক্ষে এর আগে গাংনী বাজারের ওয়ালটন শোরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।