জয়রামপুরে কৃষকের দুই বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- আপলোড টাইম : ০২:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের এক কৃষকের ২ বিঘা জমির পেঁপে গাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী খন্দকার মানিক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে খবর পেয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ার খন্দকার আব্দুর রহমানের ছেলে খন্দকার মানিক জয়রামপুর রামপুরচাড়া মাঠে বিজলি খাতুনের নিকট থেকে ২ বিঘা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। গত রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা তার পেঁপে বাগানের ২০০টি গাছ কেটে দিয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই ঠিক নই। যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে দামুড়হুদা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করতে। পরবর্তীতে কৃষি প্রণোদনার মাধ্যমে কিছু সহায়তা প্রদান করা হবে।