ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দর্শনায় বিএনপি নেতাদের বাড়ি পাশে ককটেল বিস্ফোরণ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের বাজার সংলগ্ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টু, সুবার আলী, তেতুল ও আব্দুর রশিদের বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত ১টার দিকে এই ঘটনা ঘটে। এত রাতে বিস্ফোরণের শব্দে শুনে আতঙ্কিত হয়ে গ্রামের মানুষ চারিদিকে ছুটোছুটি শুরু করে। তারা ৫/৬জনকে পালিয়ে যেতে দেে ছে। তবে কাউকে চিনতে পারেনি।

রাত ২টার দিকে দর্শনা থানার এসআই অনুজ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত সংগ্রহ করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ভুট্টু জানান, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে যুবলীগ নেতা আক্তারুল ইসলামের সাথে তার বাক-বিত-া ও হয়। এসময় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এ ঘটনার জের ধরে আমার বাড়ি লক্ষ্য করে আক্তারের দলবল এ বোমার বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছি। এছাড়া আক্তারুল ইসলাম হাসপাতাল থেকে বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে দেখে নেবে বলে হুমকি-ধমকি দিচ্ছেন। ফলে আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয় দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর বলেন, দুই ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আমি সাথে সাথে অনুজ কুমার সরকারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। কারা এ ঘটনার সাথে জড়িত জানা যায়নি। তবে তদন্ত চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় বিএনপি নেতাদের বাড়ি পাশে ককটেল বিস্ফোরণ

আপলোড টাইম : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের বাজার সংলগ্ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টু, সুবার আলী, তেতুল ও আব্দুর রশিদের বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত ১টার দিকে এই ঘটনা ঘটে। এত রাতে বিস্ফোরণের শব্দে শুনে আতঙ্কিত হয়ে গ্রামের মানুষ চারিদিকে ছুটোছুটি শুরু করে। তারা ৫/৬জনকে পালিয়ে যেতে দেে ছে। তবে কাউকে চিনতে পারেনি।

রাত ২টার দিকে দর্শনা থানার এসআই অনুজ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত সংগ্রহ করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ভুট্টু জানান, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে যুবলীগ নেতা আক্তারুল ইসলামের সাথে তার বাক-বিত-া ও হয়। এসময় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এ ঘটনার জের ধরে আমার বাড়ি লক্ষ্য করে আক্তারের দলবল এ বোমার বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছি। এছাড়া আক্তারুল ইসলাম হাসপাতাল থেকে বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে দেখে নেবে বলে হুমকি-ধমকি দিচ্ছেন। ফলে আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয় দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর বলেন, দুই ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আমি সাথে সাথে অনুজ কুমার সরকারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। কারা এ ঘটনার সাথে জড়িত জানা যায়নি। তবে তদন্ত চলছে।