গাংনীতে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. তাজ উদ্দীন খাঁন বলেছেন, আমাদের উন্নয়নের গান শোনানো হয়েছিল, পদ্মা সেতুর। গান শোনানো হয়েছিল বঙ্গবন্ধু টানেলের। একটা মাছকে যদি সোনার খাঁচায় বন্দি করে রাখা হয়, সেকি ভালো থাকবে ? থাকবে না, কারণ সে তার স্বাধীনতাকে হারিয়েছে। আমাদের উন্নয়নের গান শুনিয়ে বন্দি করে রাখা হয়েছিল। সারা দেশটাকে জেল খানায় পরিণত করা হয়েছিল। সেই জেলে আমাদেরকে বন্দি রাখা হয়েছিল। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। দামাল ছেলেরা এবং আপামর জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য। আমরাও দলের পক্ষ থেকে চায় বৈষম্যহীন সমাজ গঠন করতে।
গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী আখ সেন্টারে বামন্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বামন্দী শাখার সভাপতি মাও. আবুল হাসান। বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সংগ্রাম, জেলা শুরা সদস্য মাও. আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. মফিজুর রহমান প্রমুখ।