শিরোনাম:
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ নারী আটক
প্রতিবেদক, দামুড়হুদা:
- আপলোড টাইম : ০৯:২৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ নাসরিন বিবি (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের বন্ধু টেলিকম সামনে থেকে তাকে আটক করা হয়। নাসরিন বিবি মুন্সিপুর মাঝপাড়ার রূপসাগরের স্ত্রী।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই এস এম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাসরিন বেগমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।
ট্যাগ :