ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে অন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

মেহেরপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত হলেন রাজবাড়ি জেলার পাংশা থানার সেনপাড়া কালিতলা বাজার এলাকার আলতাব মন্ডল (৫৩), আলমডাঙ্গা উপজেলার বড়বােয়ালিয়া গ্রামের রমজান আলী ওরফে রমজান ডাকাত (৪৮) ও একই উপজেলার জেহালা গ্রামের আসাদুল ইসলাম ওরফে (৩৬)।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, গত ২ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে গাছ ফেলে সড়ক অবরােধ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক ও আলমসাধু গাড়ি অবরোধ করে ডাকাতদলের সদস্যরা। এসময় দেশীয় অস্ত্র দেখিয়ে তারা চালক, হেলপার ও যাত্রীদের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনের নামে গত ২ নভেম্বর গাংনী থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে গাংনী থানা-পুলিশ ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একযােগে আসামিদের গ্রেপ্তার করতে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আলতাব ম-লের নিকট থেকে ডাকাতির ভাগের ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা ও ১ অস্ত্র মামলা রয়েছে। আর রমজান আলীর বিরুদ্ধে ১টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়া আসাদুল ইসলাম ওরফে শরিফুলের নামে ১টি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১টি চুরির মামলা রয়েছে। এরা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিতে তাদের আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে অন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মেহেরপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত হলেন রাজবাড়ি জেলার পাংশা থানার সেনপাড়া কালিতলা বাজার এলাকার আলতাব মন্ডল (৫৩), আলমডাঙ্গা উপজেলার বড়বােয়ালিয়া গ্রামের রমজান আলী ওরফে রমজান ডাকাত (৪৮) ও একই উপজেলার জেহালা গ্রামের আসাদুল ইসলাম ওরফে (৩৬)।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, গত ২ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে গাছ ফেলে সড়ক অবরােধ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক ও আলমসাধু গাড়ি অবরোধ করে ডাকাতদলের সদস্যরা। এসময় দেশীয় অস্ত্র দেখিয়ে তারা চালক, হেলপার ও যাত্রীদের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনের নামে গত ২ নভেম্বর গাংনী থানায় একটি মামলা হয়। মামলার পর থেকে গাংনী থানা-পুলিশ ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একযােগে আসামিদের গ্রেপ্তার করতে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আলতাব ম-লের নিকট থেকে ডাকাতির ভাগের ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা ও ১ অস্ত্র মামলা রয়েছে। আর রমজান আলীর বিরুদ্ধে ১টি ডাকাতি ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়া আসাদুল ইসলাম ওরফে শরিফুলের নামে ১টি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১টি চুরির মামলা রয়েছে। এরা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিতে তাদের আদালতে প্রেরণ করা হয়।