ঝিনাইদহে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ
- আপলোড টাইম : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
ইসলামের আলো ছড়িয়ে দিতে ঝিনাইদহে গ্লোবাল সেন্টার ফর কোরআন অ্যান্ড পিসের উদ্যোগে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির পরিচালক ব্যারিস্টার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস।
এসময় কালীগঞ্জ শোয়াইবনগর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা, ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার সহ-অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এসএটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, গ্লেবাল সেন্টার ফর কোরআন অ্যান্ড পিসের সদস্য খালেদ আহমেদ, ডা. নাজমুল হাসান, অ্যাডভোকেট শফিউল আলম, আব্দুর রশিদ, প্রভাষক রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার হাসানুজামান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক নিজাম উদ্দীন, কারী আব্বাস আলী ও হাফেজ মাওলানা ইমরানসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক এটি.এম শামছুজ্জামান।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার ৩৬ জন বয়স্ক মানুষের মাঝে কোরআন মাজিদ বিতরণ করা হয়। এর আগে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয়।