ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বাবু খান

দলের স্বার্থে আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া ভুলে যেতে হবে: শরীফুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

আগামী ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু।

তিনি বলেন, ‘আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করা এখন বিএনপির প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ভাই-বোনদের আত্মত্যাগে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, তা আমাদের প্রতিটি পদক্ষেপে মূল্যায়িত করতে হবে। গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের জন্য কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, ‘এই স্বাধীনতা যেন আর কখনো অপহৃত না হয়, সে জন্য আমাদের সাহসী হতে হবে, সৎ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় শক্তভাবে দাঁড়াতে হবে। দেশপ্রেম, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে, কারণ এই দেশ আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘আসন্ন সম্মেলনকে ঐতিহাসিক করে তোলার লক্ষ্যে আমরা বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি। এই সম্মেলন হবে আমাদের দলীয় ঐক্যের প্রতীক, যেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। সকলের সহযোগিতায় এই সম্মেলনকে সফল করে দেশের জন্য উন্নয়ন ও কল্যাণের নতুন দিকনির্দেশনা প্রতিষ্ঠা করা হবে।’

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘প্রিয় সহকর্মীরা, আমাদের আসন্ন সম্মেলন শুধু একটি আয়োজন নয়; এটি আমাদের দলের শক্তি, ঐক্য ও আদর্শের প্রতীক। আমরা যে স্বাধীনতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি, এই সম্মেলন সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলন সফল করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া ভুলে গিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আশা করি, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সম্মেলন সফল হবে এবং বিএনপির ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। চলুন, সকলে মিলে দেশের জন্য, জনগণের জন্য কাজ করি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, নজরুল ইসলাম নজু, মাহাতাব উদ্দিন চুন্নু, আবুল হোসেন তোহা, সালমা জাহান পারুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়দ্দার সোনা, তরিকুল ইসলাম জোয়ার্দার বিলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন। এছাড়া প্রস্তুতিসভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জাসাস, ছাত্রদল, কৃষকদল এবং ওলামা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক এ সভায় জেলা বিএনপির নেতারা আসন্ন সম্মেলনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দলের ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রকাশ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বাবু খান

দলের স্বার্থে আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া ভুলে যেতে হবে: শরীফুজ্জামান

আপলোড টাইম : ০৮:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আগামী ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু।

তিনি বলেন, ‘আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করা এখন বিএনপির প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ভাই-বোনদের আত্মত্যাগে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, তা আমাদের প্রতিটি পদক্ষেপে মূল্যায়িত করতে হবে। গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের জন্য কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, ‘এই স্বাধীনতা যেন আর কখনো অপহৃত না হয়, সে জন্য আমাদের সাহসী হতে হবে, সৎ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় শক্তভাবে দাঁড়াতে হবে। দেশপ্রেম, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে, কারণ এই দেশ আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘আসন্ন সম্মেলনকে ঐতিহাসিক করে তোলার লক্ষ্যে আমরা বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি। এই সম্মেলন হবে আমাদের দলীয় ঐক্যের প্রতীক, যেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। সকলের সহযোগিতায় এই সম্মেলনকে সফল করে দেশের জন্য উন্নয়ন ও কল্যাণের নতুন দিকনির্দেশনা প্রতিষ্ঠা করা হবে।’

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘প্রিয় সহকর্মীরা, আমাদের আসন্ন সম্মেলন শুধু একটি আয়োজন নয়; এটি আমাদের দলের শক্তি, ঐক্য ও আদর্শের প্রতীক। আমরা যে স্বাধীনতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি, এই সম্মেলন সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলন সফল করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া ভুলে গিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আশা করি, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সম্মেলন সফল হবে এবং বিএনপির ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। চলুন, সকলে মিলে দেশের জন্য, জনগণের জন্য কাজ করি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, নজরুল ইসলাম নজু, মাহাতাব উদ্দিন চুন্নু, আবুল হোসেন তোহা, সালমা জাহান পারুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়দ্দার সোনা, তরিকুল ইসলাম জোয়ার্দার বিলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন। এছাড়া প্রস্তুতিসভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জাসাস, ছাত্রদল, কৃষকদল এবং ওলামা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক এ সভায় জেলা বিএনপির নেতারা আসন্ন সম্মেলনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দলের ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত প্রকাশ করেন।