জেলার সাংবাদিকদের জন্য একক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান
চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের প্রথম কনভেনশন পরিণত হলো মিলন মেলায়
৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি আজাদ মালিতা, সম্পাদক মানিক আকবর
- আপলোড টাইম : ০৮:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
আনন্দ-উৎসব এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের প্রথম কনভেনশন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় এক’শ সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এতে সকলের মতামতের ভিত্তিতে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের ৭ সদস্যের আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করা হয়। যার সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা এবং সাধারণ সম্পাদক মানিক আকবর।
এদিনের কনভেনশনে এক মিলন মেলায় রূপ নেয়। নতুন-পুরাতন সহকর্মীদের সঙ্গে পরিচিতির পাশাপাশি খোশগল্প, আড্ডা, অভিজ্ঞতা বিনিময় এবং ফটোসেশনের মাধ্যমে কাটে একটি বেলা। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সূচনাতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে ‘স্বাধীন সাংবাদিকতায় অবিচল যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক নাসির উদ্দীন জোয়ার্দার।
চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এবং সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. মানিক আকবর। এছাড়া, বিগত বিভিন্ন ঘটনায় জেলার সাংবাদিকরা নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে, সাংবাদিকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক ঐক্য পরিষদের বিভিন্ন কাজের পরিধি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আকস্মিক উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব এবং দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক শরীফুজ্জামান শরীফ। তাদের শুভেচ্ছাবাণী গোটা সভাকে আরও প্রাণবন্ত করে তোলে।
কনভেনশনে অংশ নিয়ে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘স্বাধীন সাংবাদিকতায় জেলা বিএনপি কখনও হস্তক্ষেপ করে না এবং আগামীতেও করবে না। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠে। আমরা চাই সাংবাদিকতার মান উন্নত হোক। প্রতিটি গণমাধ্যমের ভিন্ন ভিন্ন সম্পাদকীয় নীতি থাকতে পারে, তবে উদ্দেশ্য সবার একই-সবার সম্পাদকীয় নীতি ও পেশাগত দায়িত্ব অবাধ এবং নিরপেক্ষ রাখতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে।’
একই সুরে জেলা শরীফুজ্জামান বলেন, ‘আমি শুধু রাজনীতির সাথে জড়িত নই, আমারও সংবাদপত্র জগতে পদচারণা রয়েছে। আমার প্রকাশনায় যে দৈনিক পত্রিকা বের হয়, সেখানে আমি রাজনীতির রং লাগতে দিই না। কারণ, রাজনীতি রাজনীতির জায়গায়, সংবাদপত্র সংবাদপত্রের জায়গায়। আমার পত্রিকায় বিএনপির বিরুদ্ধেও সংবাদ প্রকাশ হয়েছে। এখানেই প্রমাণ হয়, বিএনপি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।’
মুক্ত আলোচনায় অংশ নেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংবাদকর্মীরা। তারা তাদের পরামর্শ, উপদেশ এবং অভিজ্ঞতা বিনিময় করেন। অভিন্ন ভাষায় তারা বলেন, ‘আমাদের সকল জেলার সাংবাদিক একত্র হয়ে সবাই সবার পাশে থেকে কাজ করতে হবে। সকল সাংবাদিকদের একজোট হয়ে কাজ করতে হবে। সবাই সবার ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের স্বার্থে কাজ করতে হবে সকলকে। জেলা পর্যায়ের সকল সাংবাদিককে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। সাংবাদিকতা একটি মহান এবং ঝুঁকিপূর্ণ পেশা। সবাইকে শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে সম্মানের সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। আমরা সবাই সবার জায়গা থেকে সাংবাদিক ঐক্য পরিষদকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবো। দলমত নির্বিশেষে সাংবাদিক এক প্ল্যাটফর্ম-সাংবাদিক ঐক্য পরিষদ।’
এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব নাজমুল হক স্বপন, রাজিব হাসান কচি, জান্নাতুল আওলিয়া নিশি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, জিটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উদ্দীন খান, আহ্বায়ক সদস্য জিসান আহমেদ, মাফুজ মামুন, দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ব্যুরো প্রধান রহমান মকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, পশ্চিমাঞ্চলের আলমডাঙ্গা উপজেলা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, দৈনিক খাসখবরের আলমডাঙ্গা প্রতিনিধি জাফর জুয়েল, দৈনিক পশ্চিমাঞ্চলের দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, দর্শনা প্রতিনিধি চঞ্চল মেহমুদ, আমাদের সময় দামুড়হুদা প্রতিনিধি কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, বিজয় টিভির জীবননগর প্রতিনিধি মিঠুন, মাইটিভির জেলা প্রতিনিধি ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি পিপুল, নয়া দিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়ার সাংবাদিক নারায়ণ ভৌমিক প্রমুখ।
সভা শেষে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের ২ বছর মেয়াদি কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক ও স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা এবং সাধারণ সম্পাদক কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম.এম আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, প্রচার-প্রকাশনা সম্পাদক মাহফুজ মামুন, দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য রাজীব হাসান কচি, নাজমুল হক স্বপন, জান্নাতুল আওলিয়া নিশি, শাহ আলম সনি, রফিক রহমান, কামরুজ্জামান সেলিম ও শেখ লিটন। এছাড়া আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর প্রেসক্লাবের মনোনীত একজন সদস্য এই কমিটির সদস্য হবেন। আগামী ১ জানুয়ারি থেকে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।