ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গায় ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’এর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

৮ সাহিত্যিকসহ সম্মাননা পেলেন ১৫ জন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় গল্প, কবিতা, গান, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে সাহিত্য সম্মেলন-২০২৪। ‘নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের ভাবনা’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী নিজস্ব সেমিনার হলে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। যার সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করে বাংলা সাহিত্য একাডেমি চুয়াডাঙ্গা। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাহিত্যিকদের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে মিলনমেলায় পরিণত করে। শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে সাহিত্যিকরা এতে অংশ নেন।
চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কবি ও সাহিত্যিকরা সমাজ সংস্কারের অংশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘এ দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জ্বল’-কবিতা লিখে তিনি বহুবার জেল খেটেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে কবি-কর্মীরা অনেক সময় কবিতা লিখে শাসক শ্রেণির বিরাগভাজন হয়েছেন। আজকের প্রতিপাদ্য “নতুন বাংলাদেশ গড়ায় তরুণদের ভাবনা”-এটাই আসলে কবি নজরুল বলেছেন।’
তিনি বলেন, ‘১৮ বছর বয়সে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার যে কথা কবি নজরুল বলেছিলেন, ঠিক তেমনি আজকের তরুণরা ৫ আগস্ট নতুন বিলম্ব করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ১৬ বছরের জগদ্দল পাথর সারানোর কাজ করেছে- যেটা তারা করে দেখিয়েছে। আমরা তাদের স্যালুট করি।’
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি ও সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সাহিত্যিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। শিশু সাহিত্য সম্মাননা পেলেন কবি আসিফ জাহান, কবি ওমর আলী মাস্টার ও বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম।
বিশেষ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী, কবি জামিরুল ইসলাম, কবি সিদ্দিকুর রহমান, কবি আব্দুল খালেক, দামুড়হুদা মেঠো কবি মুর্শিদ আলম, চুয়াডাঙ্গার প্রেমের কবি অশোক দত্ত, কবি রতন কুমার সিংহ, কবি আশরাফ আলী প্রমুখ। এছাড়া প্রধান অতিথি ও সভাপতিকে শিশু সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সদস্য কিশোর করণিক, আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জাফর জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক ফাহিম ফয়সাল, সাংবাদিক হাসিবুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’এর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

৮ সাহিত্যিকসহ সম্মাননা পেলেন ১৫ জন

আপলোড টাইম : ০৯:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গায় গল্প, কবিতা, গান, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে সাহিত্য সম্মেলন-২০২৪। ‘নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের ভাবনা’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী নিজস্ব সেমিনার হলে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। যার সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করে বাংলা সাহিত্য একাডেমি চুয়াডাঙ্গা। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাহিত্যিকদের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে মিলনমেলায় পরিণত করে। শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে সাহিত্যিকরা এতে অংশ নেন।
চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কবি ও সাহিত্যিকরা সমাজ সংস্কারের অংশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘এ দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জ্বল’-কবিতা লিখে তিনি বহুবার জেল খেটেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে কবি-কর্মীরা অনেক সময় কবিতা লিখে শাসক শ্রেণির বিরাগভাজন হয়েছেন। আজকের প্রতিপাদ্য “নতুন বাংলাদেশ গড়ায় তরুণদের ভাবনা”-এটাই আসলে কবি নজরুল বলেছেন।’
তিনি বলেন, ‘১৮ বছর বয়সে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার যে কথা কবি নজরুল বলেছিলেন, ঠিক তেমনি আজকের তরুণরা ৫ আগস্ট নতুন বিলম্ব করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ১৬ বছরের জগদ্দল পাথর সারানোর কাজ করেছে- যেটা তারা করে দেখিয়েছে। আমরা তাদের স্যালুট করি।’
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি ও সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সাহিত্যিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। শিশু সাহিত্য সম্মাননা পেলেন কবি আসিফ জাহান, কবি ওমর আলী মাস্টার ও বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম।
বিশেষ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী, কবি জামিরুল ইসলাম, কবি সিদ্দিকুর রহমান, কবি আব্দুল খালেক, দামুড়হুদা মেঠো কবি মুর্শিদ আলম, চুয়াডাঙ্গার প্রেমের কবি অশোক দত্ত, কবি রতন কুমার সিংহ, কবি আশরাফ আলী প্রমুখ। এছাড়া প্রধান অতিথি ও সভাপতিকে শিশু সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সদস্য কিশোর করণিক, আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জাফর জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক ফাহিম ফয়সাল, সাংবাদিক হাসিবুল ইসলাম প্রমুখ।