শিরোনাম:
জীবননগরের হাসাদাহ কবরস্থান কমিটি গঠন
প্রতিবেদক, হাসাদাহ:
- আপলোড টাইম : ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার হাসাদাহ কবরস্থান কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার হাসাদাহ বাজার জাফরাবাজপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সকলের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। ৩১ সদস্যবিশিষ্ট গঠিত পূর্ণাঙ্গ এই কমিটিতে সাইদুর রহমান রানাকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি ইয়াকুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ ও কোষাধ্যক্ষ রিপন হোসেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন- আলম হোসেন, আমির হোসেন, জাফর, জিয়া, গহোর আলী, মোয়াজ্জেম, নাজিম, ওরুন, খায়রুল, বাক্কা, বাবলু, শাওন, মালেক আলী, ফয়সাল, আয়াতুল্লাহ, রহম বারি, আলা, ইউসুফ, শাহাবুদ্দীন, মিলন, আনোয়ার, ডাবলু, মুজিবুর, আসমত, ফরজ, ওমিন, রুমজান ও হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি ইয়াকুব হোসেন।
ট্যাগ :