ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি ঢাকায় গ্রেপ্তার

হত্যাসহ তিন মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে হত্যাসহ তিনটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ভোরে বিশেষ নিরাপত্তায় তাকে ঝিনাইদহে আনা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ঘটনার দিন রাতেই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলায় তদন্ত চলছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে ঝিনাইদহ সদর থানায় আনার পর বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক জামায়াত নেতা আব্দুস সালাম হত্যাসহ ৩টি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগস্ট নিহতের শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

এদিকে, গ্রেপ্তারকৃত সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি অফিস ভাঙচুরের আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতা নূর আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি ঢাকায় গ্রেপ্তার

হত্যাসহ তিন মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড টাইম : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে হত্যাসহ তিনটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ভোরে বিশেষ নিরাপত্তায় তাকে ঝিনাইদহে আনা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ঘটনার দিন রাতেই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলায় তদন্ত চলছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে ঝিনাইদহ সদর থানায় আনার পর বিশেষ আদালতের বিজ্ঞ বিচারক জামায়াত নেতা আব্দুস সালাম হত্যাসহ ৩টি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগস্ট নিহতের শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

এদিকে, গ্রেপ্তারকৃত সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি অফিস ভাঙচুরের আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতা নূর আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।