ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে দুদক সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল

শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তা প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে।’ তিনি আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) অনেকগুলো অপরাধ করেছেন, তার মধ্যে থাকতে পারে রাষ্ট্রদ্রোহ, গণহত্যা এবং মানি লন্ডারিং। যদি এসব অপরাধ প্রমাণিত হয়, তবে দেশের বিদ্যমান আইনে সাবেক প্রধানমন্ত্রীকে অবশ্যই শাস্তি পেতে হবে।’ গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চারকোল ফ্যাক্টরির উৎপাদন উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দুদককে বিগত সময়ে দুর্নীতির সুরক্ষা প্রদানে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষা করার জন্য দুদক প্রটেকশন দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, দুদককে কার্যকর করা এবং তা কার্যক্রমে আনা।’ ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘সামগ্রিকভাবে সরকারি সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। আগের সরকার যে কুসংস্কৃতি সৃষ্টি করেছিল, তা বন্ধ করতে হবে। আমাদের লক্ষ্য, দেশে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।’
এসময় তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফারহানা শারমিন কাঁকন, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, উপদেষ্টা আতাউর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে দুদক সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল

শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে

আপলোড টাইম : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তা প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে।’ তিনি আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) অনেকগুলো অপরাধ করেছেন, তার মধ্যে থাকতে পারে রাষ্ট্রদ্রোহ, গণহত্যা এবং মানি লন্ডারিং। যদি এসব অপরাধ প্রমাণিত হয়, তবে দেশের বিদ্যমান আইনে সাবেক প্রধানমন্ত্রীকে অবশ্যই শাস্তি পেতে হবে।’ গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চারকোল ফ্যাক্টরির উৎপাদন উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দুদককে বিগত সময়ে দুর্নীতির সুরক্ষা প্রদানে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষা করার জন্য দুদক প্রটেকশন দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, দুদককে কার্যকর করা এবং তা কার্যক্রমে আনা।’ ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘সামগ্রিকভাবে সরকারি সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। আগের সরকার যে কুসংস্কৃতি সৃষ্টি করেছিল, তা বন্ধ করতে হবে। আমাদের লক্ষ্য, দেশে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।’
এসময় তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফারহানা শারমিন কাঁকন, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, উপদেষ্টা আতাউর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।