শিরোনাম:
মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে (নিয়মিত মামলা) মাদক মামলায় ৫ জন, পুরোনো মামলায় ৩ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন আসামি রয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৭ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৩ আসামি এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আরও ৩ জন আসামি গ্রেপ্তার হয়। মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর এবং জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের গতকালই আদালতে নেওয়া হবে।
ট্যাগ :