ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। জেলা সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে বেলা সাড়ে ১১টায় র‌্যালিটি শুরু হবে। র‌্যালির উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করবে। এর মধ্যে রয়েছে কোর্ট মোড় দোয়েল চত্বর, শহীদ হাসান চত্বর এবং পৌরসভা মোড়। র‌্যালিটি পৌরসভা মোড় হয়ে কবরী রোড এবং সরকারি কলেজ সড়ক হয়ে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হবে। র‌্যালির পর সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসটির গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা করা হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এই র‌্যালিতে অংশ নেবেন। জেলা বিএনপির নেতা-কর্মীরা আশা করছেন, দিবসটির অনুষ্ঠানটি সফল ও বর্ণিল হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব স্মরণ করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতারা বলছেন, ‘এই দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত। আজকের এই কর্মসূচি চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে সকল নেতা-কর্মী এবং জনসাধারণের মধ্যে গণতন্ত্র, স্বাধীনতা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সংহতি প্রদর্শন হিসেবে পালন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি আজ

আপলোড টাইম : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। জেলা সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে বেলা সাড়ে ১১টায় র‌্যালিটি শুরু হবে। র‌্যালির উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করবে। এর মধ্যে রয়েছে কোর্ট মোড় দোয়েল চত্বর, শহীদ হাসান চত্বর এবং পৌরসভা মোড়। র‌্যালিটি পৌরসভা মোড় হয়ে কবরী রোড এবং সরকারি কলেজ সড়ক হয়ে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হবে। র‌্যালির পর সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসটির গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা করা হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এই র‌্যালিতে অংশ নেবেন। জেলা বিএনপির নেতা-কর্মীরা আশা করছেন, দিবসটির অনুষ্ঠানটি সফল ও বর্ণিল হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব স্মরণ করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতারা বলছেন, ‘এই দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত। আজকের এই কর্মসূচি চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে সকল নেতা-কর্মী এবং জনসাধারণের মধ্যে গণতন্ত্র, স্বাধীনতা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সংহতি প্রদর্শন হিসেবে পালন করা হবে।