ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের স্থাপন

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জীবনা গ্রামের কৃতী সন্তান মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়। মরমী সাধকের যোগ্য উত্তরসূরি চুয়াডাঙ্গা ও সরোজগঞ্জ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রবীণ বাউল সাধক ফকির গোপাল শাহ, আবুল সরকার, সাধক ফকিরের নাতি শিল্পকলা পদকপ্রাপ্ত ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউলসহ এ অঞ্চলের প্রায় অর্ধশত বাউল সাধক, ফকির ভক্ত এবং আশেকানরা উপস্থিত ছিলেন। নিজস্ব অর্থায়নে এবং প্রায় দেড় বিঘা জমির ওপর সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আগত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধক ফকির আবতাব শাহ-এর বড় মেয়ে মনোয়ারা বেগম, মোশারফ সাঁইজি, জহির সাঁইজি, সব্দুল সাঁইজি, নুরু শাহ, সেণ্টু ফকির, ও জীবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কানিজ ফাতেমাসহ অন্যান্য সুধীজনেরা। উল্লেখ্য, মরমী সাধক ফকির আবতাব শাহ বাংলাদেশের টেলিভিশনের লোকসংগীত শিল্পী, ট্যালেন্ট হান্ট টপ টেন সিঙ্গার, শিল্পকলা পদকপ্রাপ্ত ব্যক্তি মনিরুজ্জামান ধীরু বাউলের নানাজি। অনুষ্ঠানের পরিচালনা করেন মোহাম্মদ রিংকু মিয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের স্থাপন

আপলোড টাইম : ০৮:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জীবনা গ্রামের কৃতী সন্তান মরমী সাধক ফকির আবতাব শাহের সমাধীস্থলের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়। মরমী সাধকের যোগ্য উত্তরসূরি চুয়াডাঙ্গা ও সরোজগঞ্জ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রবীণ বাউল সাধক ফকির গোপাল শাহ, আবুল সরকার, সাধক ফকিরের নাতি শিল্পকলা পদকপ্রাপ্ত ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউলসহ এ অঞ্চলের প্রায় অর্ধশত বাউল সাধক, ফকির ভক্ত এবং আশেকানরা উপস্থিত ছিলেন। নিজস্ব অর্থায়নে এবং প্রায় দেড় বিঘা জমির ওপর সমাধীস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আগত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধক ফকির আবতাব শাহ-এর বড় মেয়ে মনোয়ারা বেগম, মোশারফ সাঁইজি, জহির সাঁইজি, সব্দুল সাঁইজি, নুরু শাহ, সেণ্টু ফকির, ও জীবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কানিজ ফাতেমাসহ অন্যান্য সুধীজনেরা। উল্লেখ্য, মরমী সাধক ফকির আবতাব শাহ বাংলাদেশের টেলিভিশনের লোকসংগীত শিল্পী, ট্যালেন্ট হান্ট টপ টেন সিঙ্গার, শিল্পকলা পদকপ্রাপ্ত ব্যক্তি মনিরুজ্জামান ধীরু বাউলের নানাজি। অনুষ্ঠানের পরিচালনা করেন মোহাম্মদ রিংকু মিয়া।