ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার কার্যনির্বাহী কমিটির নির্বাচন
সভাপতি হৃদয় ও সাধারণ সম্পাদক মাহফুজ
- আপলোড টাইম : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর কার্যনির্বাহী কমিটির (সভাপতি ও সাধারণ সম্পাদক) নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ডুসাকের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোস্তফা ইকবাল হৃদয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের ছাত্র মাহমুজ আহমেদ। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী অডিটরিয়ামে ডুসাক কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং গণনার পর জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ভোটে নির্বাচিত সভাপতি মোস্তফা ইকবাল হৃদয় চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের সন্তান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত মাহফুজ আহমেদ আলমডাঙ্গা উপজেলার নওদা দুর্গাপুরের সন্তান। নির্বাচনে প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন চুয়াডাঙ্গা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা।
ডুসাক কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মহসিন কবির। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল কুদ্দুস, মো. আব্দুর রহমান জোয়ার্দ্দার, জাহাঙ্গীর হোসেন তাজ, মিথুন কুমার সাহা এবং এস কে তরিকুল ইসলাম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তানমুন ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মোস্তফা ইকবাল হৃদয় বলেন, ‘আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ডুসাকের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আগামী দিনে সবাইকে নিয়ে ডুসাককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ সুন্দর ও স্বচ্ছ নির্বাচনের জন্য ডুসাক সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, ‘এই সাফল্য আমাদের সকলের ঐক্য, পরিশ্রম, ভ্রাতৃত্ব এবং শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতির ফল। আমি ধন্যবাদ জানাই সকল সমর্থক ও ভোটারদের, যারা আমার ওপর আস্থা রেখেছেন।’ তিনি বলেন, ‘এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। সামনের দিনে আমি সবাইকে নিয়ে ডুসাকের জন্য কাজ করে যেতে চাই।’