চুয়াডাঙ্গায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আনাস স্পোর্টিং ক্লাবের জয়
- আপলোড টাইম : ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আনাস স্পোর্টিং ক্লাব ২-১ গোলে স্বপ্নপূরণ ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে আনাস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আনাস স্পোর্টিং ক্লাবের সাকিব আরেকটি গোল করে ব্যবধান ২-০ গোলে বাড়ান। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্বপ্নপূরণ একাডেমির আবির একটি গোল করে ব্যবধান ২-১ করে দেন। খেলার নির্ধারিত সময় শেষে আনাস স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয় লাভ করে এবং কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
খেলায় নিজের দল পরাজিত হলেও স্বপ্নপূরণ ফুটবল একাডেমির আবির সারা মাঠে চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করেন এবং একটি গোল করেন। যা তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাইয়ে দেয়। পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের আহ্বায়ক, বেস্ট জার্সি ওয়াল্ড-এর কর্ণধর এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহাম্মেদ মালিক সুজন। এসময় উপস্থিত ছিলেন সাদিক, হাসান বিশাল, রাজিব মারুফ, দিগান, প্রান্ত, হামজা, রিয়ান উদ্দিন কানন। খেলাটি পরিচালনায় প্রধান রেফারি ছিলেন নাজমুল হক শান্তি।