ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় জামেলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত জামেলা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।

জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর আছড়ে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ‘বেলা ১টার দিকে জামেলা খাতুনকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত জামেলা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপলোড টাইম : ০৮:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় জামেলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত জামেলা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।

জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর আছড়ে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ‘বেলা ১টার দিকে জামেলা খাতুনকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত জামেলা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’