জীবননগরে ইউএনওর সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময়
- আপলোড টাইম : ১১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সঙ্গে মতবিনিময় করেছেন জীবননগর সাংবাদিক সমিতির সদস্য ও সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও বলেন, ‘আমি জীবননগরের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনার কোনো তথ্য পেলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতায় একটি আদর্শ জীবননগর গড়তে চাই।’
এসময় সাংবাদিকেরা সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। আর উপস্থিত সাংবাদিকেরা বিগত ১৫ বছর সরকারি বিজ্ঞাপনে যে বৈষম্য হয়েছে সেটি দেখার জন্য আহ্বান জানান। এখন থেকে সকল পত্রিকায় সিরিয়াল অনুযায়ী বিজ্ঞাপন দেওয়ার জন্য আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সাংবাদিক নূর আলম, মো. রিপন হোসেন, ফেরদৌস ওয়াহিদ, মুতাছিন বিল্লাহ, ডিএম মতিয়ার, নয়ন আহম্মেদ, জাহিদুল ইসলাম, আহম্মেদ ছগীর প্রমুখ।