ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

গাংনীতে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে আবু বক্কর (৬৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই বৃদ্ধের ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে। দুই সন্তানের জনক বৃদ্ধ আবু বক্কর গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি লেবুর ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, আবু বক্কর পরিবারের সদস্যদের ছেড়ে আলাদা ঘর নির্মাণ করে একাই থাকতেন। পাশেই তার ছেলেদের পরিবার থাকলেও তাদের সাথেও তেমন চলাফেরা ছিল না। ধারণা করা যাচ্ছে, আবু বক্কর দুই দিন আগে নিজ ঘরের মধ্যে মারা গেছেন। মরদেহ দুর্গন্ধ ছড়ালে পথচারীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

আপলোড টাইম : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে আবু বক্কর (৬৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই বৃদ্ধের ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে। দুই সন্তানের জনক বৃদ্ধ আবু বক্কর গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি লেবুর ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, আবু বক্কর পরিবারের সদস্যদের ছেড়ে আলাদা ঘর নির্মাণ করে একাই থাকতেন। পাশেই তার ছেলেদের পরিবার থাকলেও তাদের সাথেও তেমন চলাফেরা ছিল না। ধারণা করা যাচ্ছে, আবু বক্কর দুই দিন আগে নিজ ঘরের মধ্যে মারা গেছেন। মরদেহ দুর্গন্ধ ছড়ালে পথচারীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।