জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- আপলোড টাইম : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদ এবং বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদ রেজা, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের প্রভাষক জাহিদুর রহমান, সাইফুর রহমান, তছির উদ্দিন, নাসির হোসেন, তিথি আফরোজ, শিরিনা আহমেদ, শিল্পি খানম, নাজনীন নাহার মরিয়ম, শৈলকুপা শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, নুরুজ্জামান, আল ফারুক ও আমেনা খাতুন কলেজের প্রভাষক হামিদুর রহমান। বক্তারা, উপাচার্যকে হত্যার হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।