ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জীবননগরে শীতের আগাম সবজিতে কৃষকের আশা

মো. মিঠুন মাহমুদ, জীবননগর:
  • আপলোড টাইম : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

শীতকালীন আগাম সবজি চাষে অধিক লাভের আশায় স্বপ্ন বুনছেন জীবননগরের চাষিরা। বর্তমানে উঁচু জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ করে পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলায় তারা এসব সবজি পাঠাবেন। কৃষকেরা জানান, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই দামও অনেক বেশি হয়। সে কারণে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমের জুড়ি নেই।

বাণিজ্যিকভাবে আগাম ফুলকপি চাষ করছেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নুর ইসলাম। তিনি জানান, প্রতি বছর বিভিন্ন ধরনে সবজি চাষ করে আসছি। এ বছর এক বিঘা জমিতে ফুল কপি আবাদ করেছি। প্রতিদিন জমিতে সকালে ও বিকেলে কাজ করি। পানি দেওয়া, ফসল পরিচর্যাসহ বিভিন্ন কাজ করতে হয়। পরিচর্যা থেকে শুরু করে কপি ওঠা পর্যন্ত এ বাবদ জমিতে আমার প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। বাজার যেভাবে আছে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আশা করি এ বছর ভালো দাম লাভ হবে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বাঁধাকপি চাষি মো. আতিয়ার রহমান বলেন, এ বছর কপির দাম বেশ ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কপি যখন আড়তে নিয়ে বিক্রি করা হয়, তখন ঢলন দিতে হয় বেশি। ঢলন যদি না দিতে হতো, তাহলে আরও ভালো হতো।

জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, কৃষকদের আগাম জাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের সবজি বিক্রি করে বেশি দাম পেয়ে থাকেন কৃষকেরা। এ বছর জীবননগর উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের বাঁধাকপি, ফুলকপি, শিমসহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু স্থানের সবজি বাজারে কেনা-বেচা শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে শীতের আগাম সবজিতে কৃষকের আশা

আপলোড টাইম : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

শীতকালীন আগাম সবজি চাষে অধিক লাভের আশায় স্বপ্ন বুনছেন জীবননগরের চাষিরা। বর্তমানে উঁচু জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ করে পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলায় তারা এসব সবজি পাঠাবেন। কৃষকেরা জানান, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই দামও অনেক বেশি হয়। সে কারণে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমের জুড়ি নেই।

বাণিজ্যিকভাবে আগাম ফুলকপি চাষ করছেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নুর ইসলাম। তিনি জানান, প্রতি বছর বিভিন্ন ধরনে সবজি চাষ করে আসছি। এ বছর এক বিঘা জমিতে ফুল কপি আবাদ করেছি। প্রতিদিন জমিতে সকালে ও বিকেলে কাজ করি। পানি দেওয়া, ফসল পরিচর্যাসহ বিভিন্ন কাজ করতে হয়। পরিচর্যা থেকে শুরু করে কপি ওঠা পর্যন্ত এ বাবদ জমিতে আমার প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। বাজার যেভাবে আছে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আশা করি এ বছর ভালো দাম লাভ হবে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বাঁধাকপি চাষি মো. আতিয়ার রহমান বলেন, এ বছর কপির দাম বেশ ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কপি যখন আড়তে নিয়ে বিক্রি করা হয়, তখন ঢলন দিতে হয় বেশি। ঢলন যদি না দিতে হতো, তাহলে আরও ভালো হতো।

জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, কৃষকদের আগাম জাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের সবজি বিক্রি করে বেশি দাম পেয়ে থাকেন কৃষকেরা। এ বছর জীবননগর উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের বাঁধাকপি, ফুলকপি, শিমসহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু স্থানের সবজি বাজারে কেনা-বেচা শুরু হয়েছে।