ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গার ঘোলদাঁড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

বিএনপি সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করছে

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় নানা আয়োজনে প্রয়াত আনিস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার ঘোলদাঁড়ি ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাদা পায়রা উড়িয়ে এবং ফুটবলে কিক দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, যুব সমাজকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে সুষ্ঠু বিনোদন ও খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম ও যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক উৎকর্ষতা বাড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকেও যুবকদের দূরে রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করে এসেছে। আর এই টুর্নামেন্ট আমাদের সামাজিক মূল্যবোধ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য রাশিদুজ্জামান বিশ্বাস বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠান ও খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুন অর রশিদ গাটু ও সুমন বিশ্বাস। উদ্বোধনী খেলায় অংশ নেয় জে.সি.ডি ফুটবল একাডেমি ও জাফরপুর একাদশ। খেলার নির্ধারিত সময়ে ৫-০ গোলে জয়লাভ করে জে.সি.ডি ফুটবল একাডেমি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ঘোলদাঁড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

বিএনপি সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করছে

আপলোড টাইম : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গায় নানা আয়োজনে প্রয়াত আনিস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার ঘোলদাঁড়ি ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাদা পায়রা উড়িয়ে এবং ফুটবলে কিক দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, যুব সমাজকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে সুষ্ঠু বিনোদন ও খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম ও যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক উৎকর্ষতা বাড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকেও যুবকদের দূরে রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করে এসেছে। আর এই টুর্নামেন্ট আমাদের সামাজিক মূল্যবোধ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য রাশিদুজ্জামান বিশ্বাস বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠান ও খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুন অর রশিদ গাটু ও সুমন বিশ্বাস। উদ্বোধনী খেলায় অংশ নেয় জে.সি.ডি ফুটবল একাডেমি ও জাফরপুর একাদশ। খেলার নির্ধারিত সময়ে ৫-০ গোলে জয়লাভ করে জে.সি.ডি ফুটবল একাডেমি।