কার্পাসডাঙ্গায় অসহায় ৩ পরিবারকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা প্রদান
- আপলোড টাইম : ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
‘উম্মাহর স্বার্থে, সুন্নাহর পথে’ এ বাণীকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা নতুনপাড়ার অসহায় আশরাফ আলী, কার্পাসডাঙ্গা গ্রামের আরজিনা খাতুন ও সাবানা খাতুনকে স্বাবলম্বী করতে প্রত্যেককে ৩০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের দামুড়হুদা ভলানটিয়ার নাহিদ হাসানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এই টাকা হস্তান্তর করা হয়।
জানা গেছে, প্রত্যেকটি পরিবার ২০ হাজার টাকার ছাগল, ৫ হাজার টাকায় ছাগলের ঘর ও ৫ হাজার টাকার ছাগলের খাবার কিনেছে। উপকারভোগীরা এ আর্থিক সহযোগিতা পেয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ছাগল পালন করে এর থেকে স্বাবলম্বী হতে পারবে। তাদের সংসারে আর্থিক সচ্ছলতা দেখা দেবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের সংগঠনের জন্য সকলের এগিয়ে আসা উচিত। তাহলে প্রকৃত অসহায় দরিদ্ররা সহযোগিতা পাবে। ভলানটিয়াররা নাহিদ হাসান বলেন, আমরা প্রকৃত অসহায় তালিকা করে আবেদন পাঠায়। সংগঠনের পক্ষ থেকে ভিজিট শেষে আর্থিক সহযোগিতা আসে। যতটুকু সহযোগিতা আসে তার পুরোটাই পাই ভুক্তভোগী। এখানে কারও কোনো প্রকার লুটপাট ও ধান্দার সুযোগ নেই।