ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার ডিসি-এসপি বরাবর নিসচার স্মরণিকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের কাছে স্মরণিকা হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মরণিকা হস্তান্তর করেন। নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিপ্লব, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ। এসময় সভাপতি ও সম্পাদক বলেন, সারাদেশে সড়কের যেসব স্থানে বাঁক রয়েছে, সেসব স্থানে বাঁকগুলো প্রশস্ত অথবা সোজা করতে হবে। এ উদ্যোগ নিলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা যাবে। তারা চুয়াডাঙ্গার দুর্ঘটনাপ্রবণ সড়কে উল্লেখিত উদ্যোগ গ্রহণের জন্য সড়ক বিভাগের কাছে দাবি জানান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সড়ক দুর্ঘটনা হ্রাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার ডিসি-এসপি বরাবর নিসচার স্মরণিকা হস্তান্তর

আপলোড টাইম : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের কাছে স্মরণিকা হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মরণিকা হস্তান্তর করেন। নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিপ্লব, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ। এসময় সভাপতি ও সম্পাদক বলেন, সারাদেশে সড়কের যেসব স্থানে বাঁক রয়েছে, সেসব স্থানে বাঁকগুলো প্রশস্ত অথবা সোজা করতে হবে। এ উদ্যোগ নিলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা যাবে। তারা চুয়াডাঙ্গার দুর্ঘটনাপ্রবণ সড়কে উল্লেখিত উদ্যোগ গ্রহণের জন্য সড়ক বিভাগের কাছে দাবি জানান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সড়ক দুর্ঘটনা হ্রাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।