চুয়াডাঙ্গার তিতুদহ ও বেগমপুরের বিভিন্ন সড়কের পাশে তালবীজ রোপণ
- আপলোড টাইম : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গার বেগমপুরের টিমের সহযোগিতায় ঝাঁঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিতুদহ ইউনিয়নের নূরুল্লাপুর ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার দুই পাশে ১ হাজার ৫০০ তালের বীজ রোপণ করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন ঝাঁঝড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী।
এসময় উপস্থিত ছিলেন ঝাঁঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, শফিকুর রহমান শফি, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, ক্রিয়া বিষয়ক সম্পাদক ইকলাছ, প্রচার সম্পাদক সুলতান, সহ-দপ্তর সম্পাদক সাব্বির, বেগমপুর টিমের পরিচালক শাকিল আহম্মেদ, আব্দুর রহমান, মশিউর রহমান প্রমুখ।
আহসান হাবিব শিপলু বলেন, আমাদের সংগঠন থেকে এই মৌসুমে ২০ হাজার তালবীজ রোপণের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আজ বেগমপুর ইউনিয়নে ১ হাজার ৫০০ তালবীজ রোপণ করা হয়। রোপনকৃত তালবীজের চারা গজানোর পর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য এলাকার সুশীল সমাজের আহ্বান জানান তিনি।