ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী তালিকা চূড়ান্ত

সভাপতি প্রার্থী হলেন সাঈদ মাহদুদ ও সম্পাদক আহসান আলী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হলে শক্তিশালী প্যানেল গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় ভার্চুয়ালি অংশ নেন জেলা বিএনপি আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু এবং সশরীরে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ওয়াহিদুজ্জামান বুলা।

চূড়ান্ত তালিকায় জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনীত হন অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম), সহসভাপতি অ্যাড. মো. নজরুল আলী জোয়ার্দার হেলাল ও অ্যাড. মো. আব্দুল আল-মান্নান, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আহসান আলী, যুগ্ম-সম্পাদক অ্যাড. এম এম হুমায়ুন কবীর ও অ্যাড মো. মশিউর রহমান (পারভেজ), কোষাধ্যক্ষ অ্যাড. এস.এন.এ হাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. শাহাজামাল (জামাল) ও গ্রন্থাগার সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান (জামাল)। এছাড়াও সদস্য পদে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন অ্যাড. মোছা. রুবিনা পারভীন রুমা, অ্যাড. বজলুর রহমান (ডাবলু), অ্যাড. মুহাম্মদ ইকরামুল হক, অ্যাড. রাগিব আহসান, অ্যাড. আশিকুর রহমান রাজ ও মো. শরিফুল ইসলাম (২)।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়াত হোসেন আসলাম, জিপি অ্যাড. আব্দুল খালেক, স্পেশাল পিপি ও সাবেক সভাপতি অ্যাড. এস এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, অ্যাড. মঈনুল আসলাম, অ্যাড. বদিউজ্জামান বদি প্রমুখ।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম) বলেন, ‘দীর্ঘদিন পর আমরা অভিভাবক পেয়েছি। অভিভাবককের অভাবে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নানা সিদ্ধান্ত নিতে পারিনি। শক্ত অবস্থান থেকেও আমাদের আইনজীবীরা প্যানেল ধরে জয়লাভ করেনি। এবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে অভিভাবক হিসেবে পেয়েছি। এটা আমাদের জন্য প্রাপ্তি।’ তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবার সংখ্যাগরিষ্ঠততা অর্জন করবে। আমাদের শক্ত অবস্থানকে ধরে রাখতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী তালিকা চূড়ান্ত

সভাপতি প্রার্থী হলেন সাঈদ মাহদুদ ও সম্পাদক আহসান আলী

আপলোড টাইম : ০৮:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হলে শক্তিশালী প্যানেল গঠনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় ভার্চুয়ালি অংশ নেন জেলা বিএনপি আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু এবং সশরীরে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ওয়াহিদুজ্জামান বুলা।

চূড়ান্ত তালিকায় জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনীত হন অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম), সহসভাপতি অ্যাড. মো. নজরুল আলী জোয়ার্দার হেলাল ও অ্যাড. মো. আব্দুল আল-মান্নান, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আহসান আলী, যুগ্ম-সম্পাদক অ্যাড. এম এম হুমায়ুন কবীর ও অ্যাড মো. মশিউর রহমান (পারভেজ), কোষাধ্যক্ষ অ্যাড. এস.এন.এ হাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. শাহাজামাল (জামাল) ও গ্রন্থাগার সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান (জামাল)। এছাড়াও সদস্য পদে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন অ্যাড. মোছা. রুবিনা পারভীন রুমা, অ্যাড. বজলুর রহমান (ডাবলু), অ্যাড. মুহাম্মদ ইকরামুল হক, অ্যাড. রাগিব আহসান, অ্যাড. আশিকুর রহমান রাজ ও মো. শরিফুল ইসলাম (২)।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়াত হোসেন আসলাম, জিপি অ্যাড. আব্দুল খালেক, স্পেশাল পিপি ও সাবেক সভাপতি অ্যাড. এস এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, অ্যাড. মঈনুল আসলাম, অ্যাড. বদিউজ্জামান বদি প্রমুখ।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম) বলেন, ‘দীর্ঘদিন পর আমরা অভিভাবক পেয়েছি। অভিভাবককের অভাবে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নানা সিদ্ধান্ত নিতে পারিনি। শক্ত অবস্থান থেকেও আমাদের আইনজীবীরা প্যানেল ধরে জয়লাভ করেনি। এবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে অভিভাবক হিসেবে পেয়েছি। এটা আমাদের জন্য প্রাপ্তি।’ তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবার সংখ্যাগরিষ্ঠততা অর্জন করবে। আমাদের শক্ত অবস্থানকে ধরে রাখতে হবে।’