চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সহযোগিতায় জেলা টাস্কফোর্স ও ভোক্তার অভিযান
ভেজাল শিশুখাদ্যের ডিলারকে ৪ লাখ টাকা জরিমানা- আপলোড টাইম : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
- চুয়াডাঙ্গা বড় বাজারে মেসার্স জনি স্টোরের ৬টি গোডাউন সিলগালা
- বিপুল পরিমাণ অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ
- পূর্বে সতর্ক করা হলেও চালিয়ে যাচ্ছিলেন ভেজাল শিশুখাদ্যর ব্যবসা
- মেহেরপুর ও ঝিনাইদহ জেলায়ও সরবরাহ করা হতো এসব শিশুখাদ্য
অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে হামিদুর রহমান জনি নামের এক ডিলারকে (পাইকারি বিক্রেতা) ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা বড় বাজার ফেরিঘাট রোডে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। এসময় হামিদুর রহমান জনির মালিকানাধীন মেসার্স জনি স্টোর নামের একটি প্রতিষ্ঠানের ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘বড় বাজার ফেরিঘাট রোডের মেসার্স জনি স্টোরকে এর আগেও সতর্ক ও জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এরপরেও তিনি সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতে তিনি এই নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন।’
সজল আহমেদ আরও বলেন, ‘আজকের অভিযানে পুনরায় বিপুল পরিমাণ অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আর ছয়টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো দ্রুতই ধ্বংস করা হবে।’
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।