চুয়াডাঙ্গায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
- আপলোড টাইম : ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লক্ষে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা এতিমখানা পাড়া একাদশ ও দর্শনা জয়নগর স্পোর্টিং ক্লাব। খেলায় প্রথমার্ধে এতিমখানা পাড়া একাদশের খেলোয়াড় পৃথিবী দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধে এতিমখানা পাড়া একাদশ আরও দুটি গোল করে ৪-০ গোলে দর্শনা জয়নগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন তনয় ও সাইফ।
খেলার শেষে সেরা তনয়কে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রদান করেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বেস্ট জার্সি ওয়াল্ডের কর্ণধার সোহেল আহমেদ মালিক সুজন। খেলায় প্রধান রেফারি ছিলেন সাবেক কৃতী ফুটবলার নাজমুল হক শান্তি। পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাদিক, হাসান বিশাল, রাজিব মারুফ, দিগান, প্রান্ত, হামজা ও রিয়ান উদ্দিন কানন প্রমুখ। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার একই মাঠে মুখোমুখি হবে প্রসেস কোচিং সেন্টার ও কদমতলা স্পোর্টিং ক্লাব।