ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

শৈলকুপায় বৃদ্ধকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৭:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে ষাটোর্ধ বৃদ্ধ রাকিব খোন্দকারকে হাতুড়ি ও লাঠিপেটা করে মারাত্মকভাবে আহত করেছে তার প্রতিপক্ষরা। তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শঙ্কটাপণ্ন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

আহত রাকিব খোন্দকারের ছোট ভাই খোন্দকার রাহিদুল করিম সাইদ জানান, গতকাল বুধবার ফজরের নামাজের পর রাকিব খোন্দকার হাটতে বের হন। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আনিসুর রহমান, তার ছেলে লালন ও আনিসুরের স্ত্রী রাকিবকে আচমকা লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। পরে আনিসুরের স্ত্রী রাকিব খোন্দকারের গলায় গামছা পেঁচিয়ে তাকে মাটিতে শুইয়ে ফেলেন এবং সবাই মিলে হাতুড়ি ও লাঠিপেটা করতে থাকেন। বৃদ্ধের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাইদ আরোও জানান, আনিসুর রহমান ও আরও কয়েকজন তাদের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। কয়েক বছর আগে লিজের মেয়াদ শেষ হলে, তাকে পুকুরটি ছেড়ে দিতে অনুরোধ করা হলেও তিনি অস্বীকৃতি জানান। পরবর্তীতে পুকুরটি ফেরত নেওয়ার কারণে দ্বন্দ্ব শুরু হয়, যার জের ধরে তার বয়স্ক ভাইকে অমানবিকভাবে পিটিয়ে আহত করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, পদমদি গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তিনি সেখানে একজন সাব-ইন্সপেক্টর পাঠিয়েছিলেন। যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় বৃদ্ধকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

আপলোড টাইম : ০৭:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে ষাটোর্ধ বৃদ্ধ রাকিব খোন্দকারকে হাতুড়ি ও লাঠিপেটা করে মারাত্মকভাবে আহত করেছে তার প্রতিপক্ষরা। তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শঙ্কটাপণ্ন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেন।

আহত রাকিব খোন্দকারের ছোট ভাই খোন্দকার রাহিদুল করিম সাইদ জানান, গতকাল বুধবার ফজরের নামাজের পর রাকিব খোন্দকার হাটতে বের হন। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আনিসুর রহমান, তার ছেলে লালন ও আনিসুরের স্ত্রী রাকিবকে আচমকা লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। পরে আনিসুরের স্ত্রী রাকিব খোন্দকারের গলায় গামছা পেঁচিয়ে তাকে মাটিতে শুইয়ে ফেলেন এবং সবাই মিলে হাতুড়ি ও লাঠিপেটা করতে থাকেন। বৃদ্ধের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাইদ আরোও জানান, আনিসুর রহমান ও আরও কয়েকজন তাদের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। কয়েক বছর আগে লিজের মেয়াদ শেষ হলে, তাকে পুকুরটি ছেড়ে দিতে অনুরোধ করা হলেও তিনি অস্বীকৃতি জানান। পরবর্তীতে পুকুরটি ফেরত নেওয়ার কারণে দ্বন্দ্ব শুরু হয়, যার জের ধরে তার বয়স্ক ভাইকে অমানবিকভাবে পিটিয়ে আহত করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, পদমদি গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তিনি সেখানে একজন সাব-ইন্সপেক্টর পাঠিয়েছিলেন। যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।