মহেশপুরের রুলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা
৫ নারীসহ এক মানবপাচারকারী আটক- আপলোড টাইম : ০৭:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫ নারীসহ এক মানবপাচারকারীকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামের মোমিনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মানবপাচারকারী মঞ্জু খান ঢাকার যাত্রাবাড়ী এলাকার পশ্চিম যাত্রাবাড়ী গ্রামের চাঁদ খানের ছেলে। তার বিরুদ্ধে মুগদা, পাঁচলাইশ ও কেরানীগঞ্জ থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে। গতকাল বুধববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলারের ৫৪/২ এস থেকে ৮০০ গজ বাংলাদেশের মধ্যে অবস্থান নেন। এসময় ৫ নারী নিয়ে মানবপাচারকারী মঞ্জু খান দ্রুতগতিতে সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে থাকেন। বিজিবি তাদের পিছু নিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের আটক করে।
আটককৃত নারীরা হলেন- চাঁদপুর জেলার মতলবপুর থানার সুজাতপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১), নরসিংহী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মনছুর আলীর মেয়ে রুবিনা আক্তার (৩৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মোহাম্মদ ছাত্তার ব্যাপারীর মেয়ে নিশি খাতুন (২০), ঢাকার রামপুরা থানার পূর্ব রামপুরা গ্রামের রুমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার (২৫) এবং ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে লাবনী আক্তার (৩৪)।
বিজিবির সূত্র আরও জানায়, মানবপাচারকারী মঞ্জু খান দীর্ঘদিন ধরে মানব পাচার ব্যবসা করে আসছিলেন। আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।