গাংনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা
- আপলোড টাইম : ০৭:৫৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে গাংনী থানার এসআই জয়নালসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ইঁদুর নিধন অভিযান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।