গাংনীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে প্রতিবাদ সভা
- আপলোড টাইম : ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম ও অতিরিক্ত মোহরারকে অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলিল লেখক সমিতি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিণ্টু এবং বর্তমান সভাপতি ফাকের আলী। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন কামরুজ্জামান, মীর ফারুক, সাদ্দাম হোসেন, রেজাউল হক, আল আমিন হোসেন, নুর ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে জমি ক্রয়-বিক্রয়ে হয়রানি এবং জনদুর্ভোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তারা অভিযোগ করেন, প্রতিদিন দলিল লেখকরা ১০০টি দলিল প্রস্তুত করলেও সাব-রেজিস্ট্রার প্রতিদিন মাত্র ৩০-৪০টি দলিল রেজিস্ট্রি করেন। এর ফলে প্রতিদিন অন্তত ৬০টি দলিল ফাইল জমে থাকে এবং সেগুলোর রেজিস্ট্রি না হওয়ায় ক্রেতা-বিক্রেতারা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া একটি জমি রেজিস্ট্রি করতে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে এক সপ্তাহ পর্যন্ত ধরনা দিতে হয় বলে জানান বক্তারা। তারা আরও অভিযোগ করেন, দলিল লেখকদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের অসদাচরণের বিষয়টিও বিব্রতকর হয়ে উঠেছে। ফলে এর অবসান এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সাব-রেজিস্ট্রারের প্রতি দায়িত্ববোধ প্রত্যাশা করে দলিল লেখক সমিতির সদস্যরা তাকে অপসারণের দাবি জানান এবং নতুন সাব-রেজিস্ট্রার নিয়োগের আহ্বান জানান।