আলমডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৭:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং রানাসর্সআপ হয় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।’ ইউএনও আরও বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। আর তাহলেই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ গড়া সম্ভব হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের সরকারি পরিদর্শক কাওসার আহমেদ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ ও কলেজে স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সহসভাপতি বিজেস কুমার রামিকা, সদস্য সাংবাদিক বশিরুল আলম, সদস্য এমদাদুল হক, শিক্ষক মিরাজুল ইসলাম, শিক্ষক আফরোজা খাতুন ও শিক্ষক গৌতম কুমার পাল।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম এবং রুহিয়া জেসমিন। আলোচনা সভার শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।