আলমডাঙ্গা ছাত্রীদের মাঝে এইচপিভি টিকা প্রদান
- আপলোড টাইম : ০৭:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় ছাত্রীদের মাঝে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যানসার রুখে দিন’ স্লোগানে আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের, মাসব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এই টিকা প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে এ টিকা প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
টিকাদান কার্যক্রম সূত্রে জানা যায়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসব ধরনের ক্যানসারে আক্রান্ত হয়, তার মধ্যে জরায়ু মুখ ক্যানসার চতুর্থ সর্বোচ্চ। কিন্তু বাংলাদেশে নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণি অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভত কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়। কর্মসূচিতে কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নবদিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন।
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক লিটন হোসেন, আলমডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার বিল্লাল হোসেন, টিকাদান সুপারভাইজার মালা খাতুন, টিকাদানকারী কর্মী মর্জিনা খাতুন, এনামুল হক, সহকারী লিমন হোসেন প্রমুখ। গতকাল ৪০ জন ছাত্রী এই টিকা গ্রহণ করেন।