আলমডাঙ্গা শ্রীরামপুরের পরিচিত মুখ রিয়াজ উদ্দিনের ইন্তেকাল
- আপলোড টাইম : ০৭:৪৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের পরিচিত সমাজসেবক ও রূপনগর সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজ উদ্দিন জোয়ার্দার (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি সাবেক চেয়ারম্যান চান্দ আলী জোয়ার্দ্দারের ছেলে। গতকাল রাত সাড়ে ৮টায় মৃতদেহ গ্রামে পৌঁছালে শ্রীরামপুর গ্রামের শত শত মানুষ এক নজর তাকে দেখার জন্য ভিড় জমান।
স্থানীয় সূত্র জানায়, রিয়াজ উদ্দিন জোয়ার্দ্দার আলমডাঙ্গার একজন অতিপরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি তার পরিবারের সঙ্গে তেমন সময় কাটাতে পারতেন না। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তার নিজ গ্রাম শ্রীরামপুরে জানাজার পর দাফন সম্পন্ন হবে।