আলমডাঙ্গার তিয়রবিলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
হরিণাকণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি চ্যাম্পিয়ন
- আপলোড টাইম : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার তিয়রবিলা স্কুলমাঠে ফাইনাল খোলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জয়ের লক্ষে মাঠে নেমে হরিণাকণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি টাইব্রেকারে ৩-২ গোলে শূড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। গতকাল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মাস্টার প্রেরিত এক বিপ্তিতে এ তথ্য জানানো হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও কর্মব্যস্ততায় তিনি উপস্থিত হরে পারেননি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিণ্টু। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলী, রেণ্টু মন্ডল, শাহাবুদ্দিন মাস্টার, ফতে আলী, বকুল, কাজল মালিকা, সাগর, মোজাম, টগর, দুলু ও মাসুম। ধারাভাষ্য দেন বাবলু বিশ্বাস ও মুজাযিল মল্লিক।