শিরোনাম:
মেহেরপুরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ম মডিউল-১ এর উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ম মডিউল-১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাজেদুল বসির খান। উপস্থিত ছিলেন মেহেরপুরের গাংনী উপজেলা মহিলাবিষয় কর্মকর্তা নাসিমা আক্তার, মুজিবনগর উপজেলা মহিলাবিষয় কর্মকর্তা সেলিম রেজাসহ মেহেরপুর তিনটি উপজেলার ডাক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
ট্যাগ :