কুড়ুলগাছিতে ফ্যামিলি কার্ডধারী মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু
- আপলোড টাইম : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের সাধারণ মানুষদের মাঝে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১ হাজার ৮৫৭ জন কার্ডধারী উপকারভোগীর মাঝে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রি করা হয়। উপজেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় টিসিবি পণ্য বিক্রির এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক সদস্য আ. হাকিম, মাসুদ রানা, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, বিএনপি নেতা আ. হক, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান এবং মহিলা মেম্বার রেহেনা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যরা। উপকারভোগীরা প্রতি প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল এবং ৫ কেজি চাল পাচ্ছেন ৪৭০ টাকা মূল্যে।