দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক ঝিনাইদহের সাইদুর রহমান টুটুল
- আপলোড টাইম : ১০:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
দেশ সেরা উদ্ভাবনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইদুর রহমান টুটুল। সম্প্রতি বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট ‘শিক্ষক বাতায়ন’ এ টুটুলের নাম প্রকাশিত হয়েছে। তিনি সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মরহুম হাতেম আলী শেখের ছেলে।
শিক্ষক টুটুল শিশুদের আনন্দদায়ী উপায়ে পাঠদান করতে বিশেষভাবে পরিচিত। তিনি প্রাক-প্রাথমিক শ্রেণি থেকেই বিভিন্ন সৃজনশীল কৌশল ব্যবহার করে সুন্দর হাতের লেখার ওপর বিশেষ গুরুত্ব দেন। গত দশ বছর ধরে, তিনি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শেখানোর জন্য একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করছেন, যা তার শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য।
শিক্ষক টুটুল ২০০৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে শিক্ষক বাতায়ন অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং ২০১৯ সালে শিক্ষক বাতায়নে ‘দেশ সেরা কনটেন্ট নির্মাতা’ হিসেবে খ্যাতি অর্জন করেন। একই বছর প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া, ঝিনাইদহসহ সারা দেশে শিক্ষকদের আইসিটি সেবা প্রদানেও তার অবদান রয়েছে।
টুটুল জানান, প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষার্থীদের কেবল পড়াশোনায় নয়, খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে লেখার সূচনা করতে হয়। তিনি শ্রেণিকক্ষে অভিভাবকদের সহায়তায় এবং নিজের উদ্যোগে লেখার কৌশল শেখাতে বিশেষভাবে মনোযোগী। এর ফলে তার শ্রেণিকক্ষে প্রায় শতভাগ শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর হয়ে ওঠে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার শুরুতেই যদি শিক্ষার্থীরা সঠিকভাবে বর্ণমালা লেখার কৌশল আয়ত্ত করতে পারে, তবে পরবর্তী শ্রেণিগুলোর লেখায় কোনো অনাগ্রহ বা অবহেলা দেখা যায় না। বরং শিক্ষার্থীরা তাদের হাতের লেখা আরও সুন্দর ও পরিপাটি করতে অনুপ্রাণিত হয়।’