ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে সংহতি প্রকাশ

জেহালা ইউনিয়ন বিএনপি নেতাদের মূলধারায় যোগদান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ন বিএনপির নেতারা মূলধারার রাজনীতিতে যোগ দিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জেহেলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা বিএনপি নেতা শরীফের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
জেহেলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদোজ্জা মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্য ইদ্রিস আলী ও বিএনপি নেতা কনক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মূলধারার বাইরে রাজনীতিতে জড়িত ছিলেন। তবে এখন তারা পূর্বের ভুল শুধরে ফুলের মালা নিয়ে একযোগে বিএনপির পক্ষে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একাত্মতা প্রকাশকারী নেতাদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন মন্ডল, জিনারুল ইসলাম, শামসুল আলী, শহীদুল হক, কামাল হোসেন, সাইদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে তারা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে কাজ করবেন। সভায় উপস্থিত নেতারা দলীয় কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য অঙ্গীকার করেন এবং আগামী নির্বাচনে দলের পক্ষে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে সংহতি প্রকাশ

জেহালা ইউনিয়ন বিএনপি নেতাদের মূলধারায় যোগদান

আপলোড টাইম : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ন বিএনপির নেতারা মূলধারার রাজনীতিতে যোগ দিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জেহেলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা বিএনপি নেতা শরীফের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
জেহেলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদোজ্জা মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্য ইদ্রিস আলী ও বিএনপি নেতা কনক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মূলধারার বাইরে রাজনীতিতে জড়িত ছিলেন। তবে এখন তারা পূর্বের ভুল শুধরে ফুলের মালা নিয়ে একযোগে বিএনপির পক্ষে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একাত্মতা প্রকাশকারী নেতাদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন মন্ডল, জিনারুল ইসলাম, শামসুল আলী, শহীদুল হক, কামাল হোসেন, সাইদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে তারা জেলা বিএনপির সদস্যসচিব শরীফের সঙ্গে কাজ করবেন। সভায় উপস্থিত নেতারা দলীয় কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য অঙ্গীকার করেন এবং আগামী নির্বাচনে দলের পক্ষে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।