শিরোনাম:
আলমডাঙ্গার ছোট পুটিমারীর গ্রামে রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ০৯:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ছোট পুটিমারী আলেখ মোড়পাড়ার আ. রাজ্জাকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা ছোট পুটিমারী আলেখ মোড়পাড়ার মৃত আকরামের ছেলে আ. রাজ্জাক দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বেড়ে ওঠা সরকারি গাছ কেটে বিক্রি করে থাকেন। গতকাল সে ছোট পুটিমারি গ্রামের একটি পুরাতন পাকড়া গাছ অনুমতি ছাড়া কেটে বিক্রি করেছেন। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গাছ কাটার ব্যাপারে আ. রাজ্জাক বলেন, ‘আমি গাছটি লাগিয়েছি বলে আমি কেটেছি।’ গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুমতি নিতে হয় আমি জানতাম না।
ট্যাগ :