আলমডাঙ্গায় মাদক ও সেবনের সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৫
- আপলোড টাইম : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় যৌথ অভিযানে মাদক ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের এসআই দেবাশিষ মহলদার সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামস্থ উত্তর দুয়ারী কুমারী নতুন ইউনিয়ন পরিষদের ২য় তলায় পশ্চিম পাশের টয়লেট সংলগ্ন কক্ষ হতে আব্দুল মালেকের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে সোহেল (৪৪), মো. আজিজুল হকের ছেলে মো. বাপ্পী রহমান (৪২) আবুল হাশেমের ছেলে মো. রাজা বাবু (২৩) ও মো. মেহেদী হাসান (৩৩) এবং রইচ উদ্দিনের মো. শাহাজাহানের (৩০) কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল, ৫টি ফেনসিডিলের খালি বোতল, দুটি মদের খালি বোতল, দুটি গাঁজা সেবনের হুক্কা, ১২টি মাদক সেবনে ব্যবহৃত কাগজের তৈরি পাইপ ও মাদক সেবনের ব্যবহৃত ৮টি প্লাস্টিক বোতলসহ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।