ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে পুকুর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নারী-শিশুসহ আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গড়াইটুপিতে পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য আহতদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহতদের মধ্যে ৭ জন সুজায়েতপুর গ্রামের এবং ৩ জন জীবননগর উপজেলার পাঁকা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের বাসিন্দা মহি উদ্দিন মেম্বার ও পাঁকা গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ৯ বিঘা পুকুর নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি পুকুর পাড়ের প্রায় ২০০টি প্রাপ্তবয়স্ক কলাগাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ঘটনা সম্পর্কে জানায়। এসময় তিতুদহ ও সাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মহি উদ্দিন জানান, ৩০ বছর ধরে বৈধ কাগজপত্র নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। তবে গত ৫ আপস্টের পর ছানোয়ার হোসেন ও তার লোকজন এসে পুকুর থেকে আনুমানিক ৮ লাখ টাকার মাছ চুরি করে। তিনি আরও দাবি করেন, ছানোয়ার হোসেন তার পুকুর পাড়ের কলাগাছও কেটে দিয়েছে। অন্যদিকে, সাবেক মেম্বার ছানোয়ার হোসেন অভিযোগ করেন, মহি উদ্দিন মেম্বার তাকে অবৈধভাবে মারধর করেছেন, এবং পরে উত্তেজিত গ্রামবাসী এসে কলাগাছ কেটে দেয়। তিনি দাবি করেন, মহি উদ্দিন এমপির সহযোগিতায় জাল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে পুকুর দখল করে রেখেছেন।

এদিকে, এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের পৃথক টিম পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জেনেছি। তবে থানায় কোনো অভিযোগ হয়নি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে পুকুর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নারী-শিশুসহ আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

আপলোড টাইম : ০৯:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গড়াইটুপিতে পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য আহতদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহতদের মধ্যে ৭ জন সুজায়েতপুর গ্রামের এবং ৩ জন জীবননগর উপজেলার পাঁকা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের বাসিন্দা মহি উদ্দিন মেম্বার ও পাঁকা গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ৯ বিঘা পুকুর নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি পুকুর পাড়ের প্রায় ২০০টি প্রাপ্তবয়স্ক কলাগাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ঘটনা সম্পর্কে জানায়। এসময় তিতুদহ ও সাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মহি উদ্দিন জানান, ৩০ বছর ধরে বৈধ কাগজপত্র নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। তবে গত ৫ আপস্টের পর ছানোয়ার হোসেন ও তার লোকজন এসে পুকুর থেকে আনুমানিক ৮ লাখ টাকার মাছ চুরি করে। তিনি আরও দাবি করেন, ছানোয়ার হোসেন তার পুকুর পাড়ের কলাগাছও কেটে দিয়েছে। অন্যদিকে, সাবেক মেম্বার ছানোয়ার হোসেন অভিযোগ করেন, মহি উদ্দিন মেম্বার তাকে অবৈধভাবে মারধর করেছেন, এবং পরে উত্তেজিত গ্রামবাসী এসে কলাগাছ কেটে দেয়। তিনি দাবি করেন, মহি উদ্দিন এমপির সহযোগিতায় জাল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে পুকুর দখল করে রেখেছেন।

এদিকে, এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের পৃথক টিম পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জেনেছি। তবে থানায় কোনো অভিযোগ হয়নি।’