ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ত্রাণের কম্বল, মাদক ও যৌন উত্তেজক উদ্ধার

কুমারী ইউপি চেয়ারম্যান পিণ্টুসহ ৫ সহযোগী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

সরকারি ত্রাণের কম্বল চুরির অভিযোগে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় মাদক ব্যবসার অভিযোগে তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, তার সহযোগী হাশেম মালিথার ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমারী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় ভবনের দোতলার কক্ষ থেকে ৩ পিস ফেনসিডিল, ২টি মদের খালি বোতল, খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, ২টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জামসহ নগদ ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৫০টি সরকারি কম্বল উদ্ধার করে সেনাবাহিনীর টিম।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদেরকে থানা হেফাজতে দিয়েছেন। দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ত্রাণের কম্বল, মাদক ও যৌন উত্তেজক উদ্ধার

কুমারী ইউপি চেয়ারম্যান পিণ্টুসহ ৫ সহযোগী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

সরকারি ত্রাণের কম্বল চুরির অভিযোগে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় মাদক ব্যবসার অভিযোগে তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, তার সহযোগী হাশেম মালিথার ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমারী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় ভবনের দোতলার কক্ষ থেকে ৩ পিস ফেনসিডিল, ২টি মদের খালি বোতল, খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, ২টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জামসহ নগদ ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৫০টি সরকারি কম্বল উদ্ধার করে সেনাবাহিনীর টিম।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদেরকে থানা হেফাজতে দিয়েছেন। দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।