জুড়ানপুরে ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলিয়ারপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হবে। মাদক উচ্ছেদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ জানাই, তারা যেন এ বিষয়ে কঠোর নজরদারি রাখেন। আমরা মাদক উচ্ছেদে সর্বাত্মক সহযোগিতা করব। সেই সঙ্গে বিএনপি দলের ভেতরে কোনো চাঁদাবাজি বা উচ্ছৃংখল কাউকে স্থান দেওয়া হবে না। বিএনপি একটি শান্তিপ্রিয় ও জনগণের আস্থার দল।’
জুড়ানপুর ইউনিয়ন যুবদলের নেতা কামরুল হাসান টুটুলের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা থানা বিএনপির সভানেত্রী সালমা জাহান পারুল, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন যুবদল নেতা রাজীব আহমেদ, সেলিম উদ্দিন, রনি মল্লিক, ইমরান আহমেদ, নাঈম হোসেন, আস্তান মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ রেজা তুষার, মাহফুজুর রহমান মাহফুজ, আশিক, লাবিব, মিশর, পাপ্পু, হাপুসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।