গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ওসমান সভাপতি ও জাফর সম্পাদক
- আপলোড টাইম : ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গড়াইটুপি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদরের তেঘরী বটতলা মোড়ে ৫ শতাধিক বিএনপি নেতা-কর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। কমিটিতে সভাপতি হিসেবে তেঘরী গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার ওসমান গণি ও সাধারণ সম্পাদক হিসেবে কালুপোল গ্রামের জাফরের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের কমিটিতে সহসভাপতি হিসেবে আহাদ আলী, মোজাহার আলী, শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ওলিউল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ ও সদস্য হিসেবে শরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা বিএনপির সদস্যসচিব আবু তিলুয়ার হোসেন মুন্না, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, বিএনপি কর্মী আব্দুস সাত্তার, আল আমীন, স্বেচ্ছাসেবক দলের নেতা জহির হোসেন প্রমুখ। দর্শনা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় সম্মেলনের সভাপতিত্বে ছিলেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব।