মেহেরপুরে মাদক মামলা থেকে বেকসুর খালাস পেলেন স্বামী-স্ত্রী
- আপলোড টাইম : ০৯:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুপা আক্তার ও তার স্বামী রিপন খানকে মাদক মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচএম কবীর হোসেন এই রায় দেন। রুপা আক্তার মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার ইউসুফ আলীর মেয়ে এবং রিপন খান শহরের মল্লিকপাড়া বোরহান উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর মেহেরপুর সদর থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ রুপা আক্তারকে আটক করা হয়। তখন রিপন খান পালিয়ে যায়। ওই ঘটনা রুপা আখতার ও তার স্বামী রিপন খানের নামে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে তাদের দোষী প্রমাণিত না হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছেন। আইনজীবী হিসেবে মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি কে এম নুরুল হাসান রন্জু এবং আসামির পক্ষে মীর আলমগীর ইকবাল আলম ও এস এস আমানুল্লাহ আল আমান ছিলেন।