ঝিনাইদহে নছিমন গাড়ি উল্টে চালক নিহত
- আপলোড টাইম : ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার ঘোষপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শের আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজের নসিমন চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন শের আলী। এসময় রাস্তায় ঘন কুয়াশা ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি নসিমন হঠাৎ সামনে চলে আসলে শের আলী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নসিমন চালক শের আলীর মৃত্যু হয়েছিল।